Windows কম্পিউটার ব্যবহার করে না এমন সংখ্যা খুবই কম। আর এই Windows Pc ব্যবহার করতে করতে হরহামেশাই নতুন নতুন সমস্যায় পড়তে হয়। আর সমস্যার সমাধান যদি জানা থাকে তবে আমি নিজেই একজন Engineer। যাই হোক, আমরা তেমনই একটি সমস্যার সমাধান করবো আজকে।
কম্পিউটার Boot বা ReStart করতে অনেক সময় কম্পিউটার বেশি সময় নিয়ে নেয়। আসলে এটা কোন সমস্যা নয়। যদি আমরা একটি ছোট টিপস্ কাজে লাগাই তবে আর এমনটি হয় না।
তাড়াতাড়ি Boot বা Restart করানোর জন্য নিচের টিপস্ কাজে লাগাতে পারেন:-
5. ডায়ালগ বক্সটির বামে উপরের কোণা একটি টিক বক্সে টিক দিয়ে নিচের ড্রপডাউন বক্সে যদি আপনার Processor Dual Core হয় তবে 2 নতুবা 3 অথবা 4 সিলেক্ট করুন।